শ্যামপুর ইউনিয়ন পরিশদ ১৯২০ সালে স্থাপিত হয়। এই ইউনিয়নটি ঢাকা থেকে নারায়নগঞ্জ সড়কের দিয়ে শ্যামপুর বাজার এর পশ্চিম পার্শ্বে অবস্থিত। সর্ব প্রথম শ্যামপুর ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন রায় বাহাদুর রেবতিন সুভকার তার বাসস্থান ছিলো দোলাইরপাড়। তিনি ২৩-০৭-১৯২০থেকে১৮-০৭-১৯২৬ সাল ইউনিয়নটি পরিচালনা করেন। পরবর্তী প্রেসিডেন্ট ছিলেন শ্রী সাধু চরন পাল, তিনি ১৯-০২-১৯২৬থেকে১৮-০২-১৯৩০ সাল ইউনিয়নটি পরিচালনা করেন। প্রেসিডেন্ট মোঃ ওয়ারিশ মিয়া, তিনি ১৯-০২-১৯৩০থেকে০৪-০৬-১৯৩৩ সাল ইউনিয়নটি পরিচালনা করেন। প্রেসিডেন্ট মোঃ লাল মিয়া, তিনি ০৫-১২-১৯৫২থেকে১৭-১২-১৯৫৮ সাল ইউনিয়নটি পরিচালনা করেন। প্রেসিডেন্ট আবদুল জাব্বর মিয়া, তিনি তিন টার্ম ১৫-১২-১৯৫২ সাল ইউনিয়নটি পরিচালনা করেন। প্রেসিডেন্ট আলহাজ্ব শিরাজউদ্দিন, তিনি ০৯-০১-১৯৬৩থেকে১২-১২-১৯৬৫ সাল ইউনিয়নটি পরিচালনা করেন। প্রেসিডেন্ট আশ্রাফ আলী মাস্টার বিএ, তিনি ১৩-১২-১৯৬৫থেকে১৪-১২-১৯৬৬ সাল ইউনিয়নটি পরিচালনা করেন। পরবর্তীতে ১৫-১২-১৯৬৬থেকে১১-১২-১৯৭২ সাল ইউনিয়নটি পরিচালনা করেন, চেয়ারম্যান আবদুল আজিজ মিয়া।পরবর্তীতে ০৯-০১-১৯৬০থেকে১২-১২-১৯৬৩ সাল ইউনিয়নটি পরিচালনা করেন, চেয়ারম্যান মুজাফফর আহামেদ।
পরবর্তীতে ০৯-০১-১৯২০থেকে১৮-০৭-১৯৬৫ সাল ইউনিয়নটি পরিচালনা করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৈয়ব আলী সরদার।
পরবর্তীতে ১৩-১২-১৯৬৫থেকে১৮-০৭-১৯৬৬ সাল ইউনিয়নটি পরিচালনা করেন, সরকার নিয়োগকৃত প্রশাসক মোসলেহ উদ্দিন আহাম্মদ ।
পরবর্তীতে ১৫-১২-১৯২০থেকে১৮-০৭-১৯৭৩ সাল ইউনিয়নটি পরিচালনা করেন, রেলিপকমিটি চেয়ারম্যান মোঃ আশরাফ।
পরবর্তীতে দুই টার্ম সাল ইউনিয়নটি পরিচালনা করেন, চেয়ারম্যান আফসার করিম। আব্দুল কুদ্দুস বি এ, লুতফর রহমান, আলহাজ্ব আসলাম মোল্লা, লুতফর রহমান, মোঃ শমশের আলী, লুতফর রহমান, এবং বর্তমান চেয়ারম্যান এর দায়িত্ব ও কর্তব্য সুষ্ঠ ও সুন্দর ভাবে পালন করছেন শফিকুর রহমান সাইজুল। এছারা রয়েছে কর্মকর্তা সচিব মোঃ মোশারফ হোসেন, তথ্য ও সেবা কেন্দ্রের পরিচালক রাতুল ইসলাম (পারভেজ)। এবং কর্মের জন্য বয়েছে দফাদার ও চৌকিদার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস